আর্কাইভ থেকে ক্রিকেট

দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

ঘরের মাঠে দীর্ঘ সাত বছর পর ভারতের বিপক্ষে প্রথম টেস্টে হারের স্বাদ পায় টাইগার্সরা। দুই ম্যাচ টেস্ট সিরিজে তাই সমতা ফেরাতে মরিয়া বাংলাদেশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে সফরকারী ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

চট্টগ্রামে প্রথম টেস্টের একাদশ থেকে দুইটি পরিবর্তন নিয়ে আজ দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামছে বাংলাদেশ। ইয়াসির আলী রাব্বির জায়গায় আজ দলে ডাক পেয়েছেন মমিনুল হক। পেসার ইবাদতের পরিবর্তে এসেছেন তাসকিন আহমেদ। অন্যদিকে ভারতীয় একাদশে কুলদীপ যাদবের জায়গায় ডাক পেয়েছেন পেসার জয়দেব উনাদকাত।

চট্টগ্রামে প্রথম টেস্ট ১৮৮ রানে হেরে যায় বাংলাদেশ। টাইগাররা সেই টেস্টে তিন বিভাগের একটিতেও ভালো করতে পারেনি। যেখানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৫০ রানে। তাছাড়াও ফিল্ডিংয়ে ব্যর্থতার মাশুল বেশ ভালোভাবেই দিতে হয়েছে সাকিবের দলকে। তাই তিন বিভাগেই ভালো খেলে এই টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও পড়ুন