সাধারণ সম্পাদক পদে ১০ জন প্রার্থী আছেন : কাদের
আগামী সরকার পরিচালনার জন্য আমরা প্রস্তুত। স্মরণকালের ঐতিহাসিক সম্মেলন হবে এবারের জাতীয় সম্মেলন। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, সভাপতি পদে শেখ হাসিনা অপরিহার্য। তাকে সমর্থন করবে না এমন কেউ নেই। সাধারণ সম্পাদক পদে অন্তত ১০ জন প্রার্থী আছেন, যারা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে নেত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে। পরবর্তী কাউন্সিলে হয়তো রদবদল হবে। আপাতত বড় ধরনের পরিবর্তনের ব্যাপারে ভাবছি না।
দলের সাধারণ সম্পাদক বলেন, এবারের নির্বাহী কমিটি অত্যন্ত সক্রিয়। আমার জানামতে এখানে কোভিডের মধ্যেও কাজ করতে দেখেছি। নেত্রীর ওপরে নির্ভর করে যদি থাকে (অভিযোগ)। আমরা কেউ পারফেক্ট মানুষ না। ভুল ত্রুটি নিয়েই মানুষ। নতুন নেতা খুঁজতে গেলে অনেক কিছু চিন্তা-ভাবনা করতে হবে। বিতর্কিতদের বিষয় আমাদের চিন্তা ভাবনা আছে।
কাদের বলেন, আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ করেছি। এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। বৈশ্বিক সংকটের কারণে এবারের সম্মেলন চ্যালেঞ্জিং। সংকটকে সম্ভাবনায় রূপ দিতে এ সম্মেলনে স্মরণকালের সর্ববৃহৎ সুশৃঙ্খল উপস্থিতি নিশ্চিত করা হবে। সম্মেলনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।