মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা বিরোধীতিা করছে মীরজাফরের গোষ্ঠী
মুক্তিযোদ্ধাদের সন্তানের চাকরির কোটা বিরোধীতা করছে একটি মীরজাফরের গোষ্ঠী। বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে বীরমুক্তি যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার বীর মুক্তি যোদ্ধাদের যথাযথ সম্মান দিয়ে তাদেরকে মূল্যায়ন করছে। ব্যক্তিগত কাজে মুক্তিযোদ্ধারা যাতে সপ্তাহে একদিন সচিবালয়ে যেতে পারে সেজন্য কার্ডের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, আমার সোনার বাংলা স্লোগান দিয়ে খাল ও খেলার মাঠ দখল করছে একটি চক্র। তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে।