জ্বালানি খসড়া নীতিমালায় স্বার্থান্বেষী মহলের হাত থাকতে পারে: সিপিডি
২০৫০ সালে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ৯০ হাজার মেগাওয়াট ধরে সরকারের সমন্বিত জ্বালানি খসড়া নীতিমালায় দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহলের হাত থাকতে পারে। এমনটা মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডীতে সংস্থাটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সিপিডির গবেষনা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেশে ২০৫০ সাল নাগাদ ৯০ হাজার মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন পড়বে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। এই সিদ্ধান্ত থেকে সরকারের বের হয়ে আসা দরকার।
সক্ষমতার ব্যায় বাড়িয়ে দেশ অর্থের অপচয়ে পড়তে যাচ্ছে কিনা? এমন প্রশ্ন রেখে গোলাম মোয়াজ্জেম আরো বলেন, এই মহা পরিকল্পনায় নবায়নযোগ্য শক্তি ব্যবস্থাপনাকে অবহেলা করা হয়েছে।