আর্কাইভ থেকে ফুটবল

বাড়ি ফিরলেন মাঠে জ্ঞান হারানো এরিকসেন

ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে খেলতে খেলতেই মাঠে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরকিসেন। তারপর হাসপাতালে ঠাই হয়েছিল এই ডেনিশ মিডফিল্ডারের। সেখানে সফল অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরেছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ডেনমার্ক ফুটবল ফেডারেশন।

গত শনিবার (১২ জুন) কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৪৩ মিনিটে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ‘বি’ গ্রুপের ম্যাচ চলাকালে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এরিকসেন। কিছুতেই জ্ঞান ফিরছিল না তার। মাঠেই সিপিআর ও ডিফাইব্রিলেটরের মাধ্যমে এই ফুটবলারের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে পরীক্ষায় হৃদরোগ ধরা পড়লে এরিকসেনের হার্টে অস্ত্রোপচার করা হয়। ছয় দিনের চিকিৎসা শেষে শুক্রবার বাড়ি ফিরেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বিবৃতিতে ডেনমার্ক ফুটবল ফেডারেশন জানিয়েছে ‘একটি সফল অপারেশনের পর শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ক্রিস্টিয়ান এরিকসেন। তিনি হেলসিনরে জাতীয় দলের সঙ্গেও দেখা করেছে। সেখান থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি চলে গেছেন তিনি।’

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে এক বার্তায় এরিকসেন বলেছেন, ‘অতুলনীয় সমর্থন ও সাহস যোগানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এগুলো আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। অপারেশন ভালোভাবে হয়েছে এবং আমিও এখন বেশ ভালো আছি।’

এদিকে মানুষের ভালোবাসায় আপ্লুত এরিকসেন ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। তিনি বলেছেন, ‘অনেক অনেক শুভেচ্ছা বার্তার জন্য সবাইকে ধন্যবাদ। অস্ত্রোপচার ভালোভাবে হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে আমি ভালো আছি। সতীর্থদের সঙ্গে আবারও দেখা হওয়াটা দারুণ। গত রাতে তারা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে। বলার অপেক্ষা রাখে না, সোমবার রাশিয়ার বিপক্ষে ম্যাচেও আমি তাদের উৎসাহ দেব।’ 

এখনো পর্যন্ত খেলা দুই ম্যাচেই হেরে গেছে ডেনমার্ক। রাশিয়াকে হারাতে পারলে টিকে থাকবে শেষ ষোলোতে খেলার সম্ভাবনা।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন