আইয়ারের সেঞ্চুরি থামিয়ে দিলেন সাকিব
শ্রেয়াস আইয়ার সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রানের দূরত্বে ছিলেন। এমন সময় এসে আঘাত হানেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। লেগ বিফোরের ফাঁদে ফেলে সেঞ্চুরি বঞ্চিত করেন ডানহাতি এ ব্যাটারকে। ১০ চার ও ২ ছয়ে ১০৫ বলে ৮৭ রান করে ফিরেছেন আইয়ার।
বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের ঘুর্ণিতে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই চাপে পড়েছিলো ভারত। ৩ উইকেটে ৮৬ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছিলো টিম ইন্ডিয়া।
অধিনায়ক লোকেশ রাহুল ১০, শুভমান গিল ২০ ও চেতেশ্বের পূজারা ২৪ রান করে তাইজুলের শিকার হন।
বিরতির পর বিরাট কোহলিকে ২৪ রানে আউট করেন পেসার তাসকিন আহমেদ। ৯৪ রানের ৪ উইকেট হারিয়ে চিন্তায় পড়ে ভারত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেটে ২৮৬ রান।