আর্কাইভ থেকে জাতীয়

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত কমেছে ৬.৬ শতাংশ

২০২০ সাল শেষে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমার পরিমাণ নেমেছে ৫ হাজার ২০৩ কোটি টাকায়। এর আগের বছরের চেয়ে যা কমেছে অন্তত ৬ দশমিক ৬ শতাংশ। সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত ব্যাংকস ইন সুইজারল্যান্ড-২০২০ বার্ষিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
 
এতে উল্লেখ করা হয়, ২০১৯ সালে দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা ছিলো ৫ হাজার ৫৬৪ কোটি টাকার বেশি। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমার পরিমাণ কমলেও বেড়েছে ভারতীয়দের। 

২০২০ সাল থেকে সুইস ব্যাংকে ভারতীয়দের জমার পরিমাণ ছিলো প্রায় ২৩ হাজার ৯৯৩ কোটি টাকা; যা বছর ব্যবধানে বেড়েছে প্রায় তিন গুণ। আর পাকিস্তানিদের আমানত বেড়েছে ৭৭ শতাংশ। 

একক দেশ হিসেবে সবচেয়ে বেশি ৪০ হাজার ৮৪৩ কোটি ডলারের সমপরিমাণ আমানত হিসেবে রয়েছে ব্রিটিশ নাগরিকদের। সর্বোচ্চ জমার তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্রভ। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে মার্কিনিদের আমানত ১৬ হাজার ৪৭১ কোটি ডলার।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন