ভারতকে ৩১৪ রানে আটকে দিলো সাকিব-তাইজুল
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে বাংলাদেশের ২২৭ রানের জবাবে ভারত ৩১৪ রান সংগ্রহ করে। প্রথম দিন শেষে বিনা উইকেটে ১৯ রান তুলেছিলো ভারত। দ্বিতীয় দিনে সব উইকেট হারিয়ে ৮৭ রানের লিড রাহুলদের।
বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের ঘুর্ণিতে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই চাপে পড়েছিলো ভারত। ৩ উইকেটে ৮৬ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছিলো টিম ইন্ডিয়া।
অধিনায়ক লোকেশ রাহুল ১০, শুভমান গিল ২০ ও চেতেশ্বের পূজারা ২৪ রান করে তাইজুলের শিকার হন।
বিরতির পর বিরাট কোহলিকে ২৪ রানে আউট করেন পেসার তাসকিন আহমেদ।
শ্রেয়াস আইয়ার সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রানের দূরত্বে ছিলেন। এমন সময় এসে আঘাত হানেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
১০৪ বলে ৭ চার আর ৫ ছক্কায় মারকুটে ইনিংস খেলা পান্তকে ৯৩ রানে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ক্যাচ বানান মিরাজ।
টাইগারদের পক্ষে সাকিব ও তাসকিন চারটি করে উইকেট পান। মিরাজ ও তাসকিন একটি করে উইকেট পান।
অপরদিকে, ভারতের পক্ষে রিশাভ পান্ত ৯৩ রান ও শ্রেয়াস আইয়ার করেন ৮৭ রান।