দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নামের এক হেলপার নিহত হয়েছে।
নিহত ওই ব্যাক্তির নাম- ইয়ার আলী (৩০)। নিহত ট্রাক হেলপার ইয়ার আলী টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কদমতলা গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে।
আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের মৌসুমী পোট্রাল পাম্পের সামনে এ্ই দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মৌসুমী পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দিনাজপুর থেকে আসা আলুবাহী অপরএকটি ট্রাক ধাক্কা দেয়। এতে আলুবাহী ট্রাকের হেলপার ইয়ার উদ্দীন দুই ট্রাকের চাপায় আটকে পরে ঘটনাস্থলেই মারা যায়।