আর্কাইভ থেকে এশিয়া

সাইবেরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত; সাতজনের মৃত্যু

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাইবেরিয়ান অঞ্চলের একটি জঙ্গলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছে অন্তত সাতজন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৭ জন। সাইবেরিয়ার কেমেরোভো এলাকায় একটি দুই ইঞ্জিন বিশিষ্ট এল-৪১০ উড়োজাহাজটি জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। আজ শনিবার রুশ গণমাধ্যমের উদ্বৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয়ের এক বিবৃতির উদ্বৃতি দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছিল, উড়োজাহাজটি কেমেরোভো ওব্লাস্টের শিল্প অঞ্চলের পাশে জঙ্গলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগে ইঞ্জিন বিকল হওয়ার সঙ্কেত পাঠিয়েছিলেন ক্রু।

তাস আরও জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে এল-৪১০ বিমানটি বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় আহতদের এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

রাশিয়ান সিভিল অ্যাভিয়েশন অ্যাজেন্সর সাইবেরীয় শাখা রোসাভিয়াৎসা জানায়, দুর্ঘটনার পর তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। তবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তারা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন