আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীতে গৃহহীনরা পাচ্ছেন ৮৫৪টি ঘর

রাজশাহীতে ২য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ৮৫৪টি ঘর। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ভূমিহীন ও গৃহহীন (ঘরহীন) পরিবারকে জমি ও ঘর প্রদান করা হবে। ইতোমধ্যে এসব ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। আগামী ২০ জুন ভূমিহীনদের মাঝে এসব ঘর হস্তান্তর করা হবে।

শনিবার (১৯ জুন) ভূমিহীনদের ঘর প্রদান উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। 

সভায় রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল সাংবাদিকদের জানান, রাজশাহী জেলার নয়টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীণ (ঘরহীন) পরিবারকে জমি ও গৃহ (ঘর) প্রদান করবে সরকার। 

আগামীকাল রোবাবর এসব ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে জেলার পবা উপজেলায় বরাদ্দকৃত ঘরের সংখ্যা ৫০টি, মোহনপুরে ৫০টি, গোদাগাড়ীতে ৪০৩টি, তানোরে ১০৫টি, পুঠিয়ায় ১১০টি, দুর্গাপুরে ১৪টি, চারঘাটে ১০টি, বাঘায় ৩৫টি ও বাগমারায় ৭৭টি। প্রথম পর্যায়ে জেলায় ৬৯২টি ঘর হস্তান্তর করা হয়েছে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন