৪ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে টাইগাররা
মিরপুর টেস্টে প্রথম ইনিংসেই ৮৭ রানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ বিকেলে দৃঢ়তা দেখিয়েছিলেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান। তৃতীয় দিনের প্রথম সেশন হতাশায় কেটেছে বাংলাদেশ দলের।মিরপুর টেস্টের দিনের প্রথম সেশনে টাইগাররা হারিয়েছে ৪ উইকেট।
রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়েছেন শান্ত। ৫ রান করেই মাঠ ছাড়েন তিনি। আর মুমিনুলও ৫ রান করে বিদায় নেন।
সাকিব আল হাসান ৩৬ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন। মুশফিকুর রহিমও দলের হাল ধরতে পারেননি। ৯ রান করে এলবিডব্লিউ হয়েছেন অক্ষর প্যাটেলের স্পিনে। ৪ উইকেটে ৭১ রান নিয়ে তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। এখনও পিছিয়ে ১৬ রানে। লড়াকু জাকির হাসান অপরাজিত ৩৭ রানে। সঙ্গে শূন্য রান নিয়ে লিটন দাস।