ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় পুলিশসহ ৩ জন নিহত
পাকিস্তানে রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশসহ তিনজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৬ জন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে জানা যায় ইসলামাবাদের আই-১০/এ সেক্টরে এ বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপুলিশ প্রধান সোহাইল জাফর ছাত্তা।
তিনি জানান, ‘পুলিশ সকাল ১০ টা ১৫ মিনিটের দিকে একজন নারী ও একজন পুরুষসহ একটি সন্দেহভাজন গাড়িকে শনাক্ত করে। পুলিশ গাড়ি থামিয়ে গাড়িটি পরীক্ষা করতে চাইলে তারা দুজন গাড়ি থেকে বেরিয়ে আসেন। দীর্ঘকেশী লোকটি এ সময় একটি অজুহাত দিয়ে আবারও গাড়ির ভিতরে প্রবেশ করেন এবং এর পরপরই গাড়িটি বিস্ফোরিত হয়।’
সোহাইল জাফর ছাত্তা আরও জানান, বিস্ফোরণে পুলিশের ঈগল স্কোয়াডের এক সদস্য নিহত হয়েছেন এবং আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন। এ সময় তিনি ইসলাবাদকে রক্ষায় পুলিশের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে পুলিশের ভূয়সী প্রশংসা করেন।