কুড়িগ্রামে রিক্সা স্ট্যান্ডে বাসের ধাক্কায় নিহত ২
কুড়িগ্রাম সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রিক্সা স্ট্যান্ডে বাসের ধাক্কায় মিশুক রিক্সা চালকসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) উপজেলার ত্রিমোহনী বাজার মোড় এলাকায় সকাল সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চত করেন কুড়িগ্রাম সদর থানার এসআই জাহিদ।
তিনি জানান, সকালে কুড়িগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল ‘আমার এন্টারপ্রাইজ’ নামের যাত্রীবাহী একটি বাস। ত্রিমোহনী বাজার মোড় এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রিক্সা স্ট্যান্ডের মিশুক রিক্সাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পরে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় মিশুক রিক্সা চালকসহ বাসের এক যাত্রী নিহত হয়।
তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত ব্যক্তিদের একজনকে হাসপাতালে এবং একজনকে থানায় নিয়ে আসা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে একজন মিশুক চালক হান্নান(৪৩)। তার বাসা টগরাইহাট এলাকায়। অন্যজন বাস যাত্রি তার পরিচয় জানা যায়নি। এছাড়াও আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ত্রিমোহনী বাজার বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রিমোহনী বাজার কাউন্টার ম্যানেজার আব্দুল জব্বার জানায়, দুর্ঘটনা কবলিত ‘আমার এন্টারপ্রাইস’ গাড়িটি সুরমা এন্টারপ্রাইসের ব্যানারে চলাচল করে। গাড়িটি ডাবল টিপের তাই রাতে ঢাকা থেকে কুড়িগ্রাম এসে আবার দিনে ঢাকা যাচ্ছিল। কিন্তু ড্রাইভারের কোন পরিবর্তন হয়নি। স্বপন নামের যে ড্রাইভার রাতে ঢাকা থেকে গাড়ি নিয়ে এসেছে সে সকালে আবার ঢাকা যাচ্ছিল। হতে পারে রাতে নির্ঘুম থাকার কারণে সে গাড়িতে ঘুমিয়ে পরেছিল। গাড়িটি দুর্ঘটনার আগ মূহুর্তে ত্রিমোহনী বাজারে প্রবেশের আগে একটি ব্যাটারি চালিত অটোকেও ধাক্কা মেরেছিল।
কুড়িগ্রাম সদর হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, সকালে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে আসার আগেই পথে মারা যান, একজনের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজে রেফার্ড করা হয়েছে। বাকি তিন জন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।