চীনের এক শহরে প্রতিদিন ৫ লাখেরও বেশি করোনায় আক্রান্ত
বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৬৬ কোটি ১৩ লাখ ১৩ হাজার ২৭০ জন। এরমধ্যে মারা গেছে ৬৬ লাখ ৮৪ হাজার ৮৪৮ জন। তবে বিভিন্ন দেশে করোনার প্রভাব কিছুটা কমলেও, ‘করোনার উৎপত্তিস্থল’ বলে খ্যাত চঅনে ফের ভয়াবহ রূপ নিচ্ছে এ ভাইরাসটি।
চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ শ্যানদংয়ের উপকূলীয় শহর কুইংদাওয়ে প্রতিদিন ৫ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। চীনের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ম্যানিলা টাইমস ও গালফ নিউজ।
তবে, দেশটির সরকারি তথ্য কেন্দ্রে অবশ্য কুইংদাওয়ের সাম্প্রতিক সংক্রমণ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কুইংদাও শাখার মুখপত্র পত্রিকা বিও তাওয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১ কেটি মানুষ অধ্যুষিত এই শহরটিতে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন ৪ লাখ ৯০ হাজার থেকে ৫ লাখ ৩০ হাজার মানুষ।
২০২১ সালের মাঝামাঝি থেকে অধিকাংশ দেশ করোনা বিধিনিষেধ তুলে নেওয়া শুরু করলেও চীন তার আগের অবস্থানে অনড় ছিল চলতি বছরের নভেম্বর পর্যন্ত। কঠোর করোনাবিধির মধ্যে থাকার জেরে অতিষ্ঠ চীনের সাধারণ জনগণ গত নভেম্বরের শেষদিকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে। জনগণের এই বিক্ষোভের পর চলতি ডিসেম্বরের প্রথম দিকে ‘জিরো কোভিড’ নীতি থেকে সরে আসে দেশটির সরকার।