আ.লীগের নেতা নির্বাচনে বসেছেন ৭ হাজার কাউন্সিলর
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছে। এতে যোগ দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ অধিবেশন শুরু হয়। আরও পড়ুনঃ আজ থেকে আমাদের বিদায়: শেখ হাসিনা এ অধিবেশনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। এ লক্ষ্যে দলের নেতৃত্ব নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। দলের সভাপতি শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে বসেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশনের মূলপর্ব শুরু হয়। আরও পড়ুনঃ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে বক্তব্য রাখছেন শেখ হাসিনা সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন ওবায়দুল কাদের। পাশাপাশি স্বাগত বক্তব্য দেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম। সবশেষ সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়।