পুলিশের ব্যারিকেড ভেঁঙ্গে বিএনপির গণমিছিল
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত নেতা কর্মীর মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল করে নিদর্লীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গাইবান্ধায় গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে একর্মসূচি পালন করা হয়।
সকাল থেকেই বিভিন্ন ইউনিটের বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল নিয়ে জেলা কার্যালয়ের সামনে সমবেত হয়। দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মোর্শেদ বাবু প্রমুখ।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামন থেকে একটি গণমিছিল বের করে। পৌর শহরের পার্ক রোডে গেলে মিছিলটিকে পুলিশ বেরিকেট দেয়। বিএনপির নেতাকর্মীরা পুলিশের বেরিকেট ভেঁঙ্গে শহর প্রদক্ষিন করেন। হঠাৎ জেলা শহরে বিএনপির মিছিলে অসংখ্যা লোকের সমাগম দেখে চাঞ্চল্যকর সৃষ্টি হয়। শহরের নিউমার্কেট, ডিবি , সাকুলার রোডের দোকান পাট দুই ঘন্টা বন্ধ করে রাখে দোকানীরা।