আর্কাইভ থেকে ফুটবল

রাতে মুখোমুখি ইতালি-ওয়েলস, সুইজাল্যান্ড-তুরস্ক

আজ রাতে 'এ' গ্রুপের দুটি ম্যাচ। আগেই নকআউট নিশ্চিত করা ইতালির মুখোমুখি হবে ওয়েলস। হারলেও শেষ ষোলোয় যেতে পারে গ্যারেথ বেলের দল। রোমের এস্তাদিও অলিম্পিয়াকোতে ম্যাচটি টি শুরু হবে রাত ১০ টায়। একইসময় মুখোমুখি হবে গ্রুপের অন্য দু দল সুইজাল্যান্ড ও তুরস্ক। 
নকআউট নিশ্চিত করতে সুইসদের শুধু জিতলেই হবেনা, অন্য ম্যাচে ইতালির কাছে ওয়েলসের হারের পাশাপাশি গোল ব্যবধানও বাড়াতে হবে সুইজারল্যান্ডকে।
 
এই ইতালি অজেয়। টানা ২৯ ম্যাচে জয়। আরেকটা ম্যাচ জিতলে ১৯৩৯ সালের পর নিজেদের টানা ৩০ ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করবে আজ্জুরিরা। এবার তাদের মুখোমুখি গ্যারেথ বেলের ওয়েলস। 

এ গ্রুপ থেকে আগেই নকআউট নিশ্চিত করেছে ইতালি। ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে। এবার লক্ষ্য গ্রুপ চাম্পিয়ন হবার। ১৮ বছর পর মুখোমুখি হচ্ছে দু দল। সবশেষ দেখা ২০০৩ সালে ইউরো বাছাই পর্বে। আগের নয় ম্যাচে ৭ বারই জিতেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ২৩ গোল দেয়ার বিপরীতে কনসিভ করেছে মাত্র ৫টি। 

সুইসদের বিপক্ষে জোড়া গোল করে মন জয় করেছেন লোকাতেল্লি। ইনজুরিমুক্ত মার্কো ভেরাত্তি। কাকে রাখবেন মূল একাদশে। মধুর সমস্যায় মানচিনি। তবে দু:সংবাদ ইনজুরিতে অভিজ্ঞ ডিফেন্ডার জর্জিও কিয়েলিনি। নকআউট নিশ্চিত হলেও এ ম্যাচটাকে হালকাভাবে না নিয়ে ওয়েলসকে শক্ত প্রতিপক্ষ মনে করেন ইতালি কোচ। বলেন, ওয়েলসের বিপক্ষে খেলা অত সহজ নয়। কারণ তারা গেল ক বছরে ক্রমাগত ফিফা র‍্যংকিংয়ে উন্নতি করেছে। এটা প্রমাণ করে তাদেরও কোয়ালিটি ফুটবলার আছে

ইতালির গ্রুপ সঙ্গী হয়ে নকআউটের পথে এগিয়ে ওয়েলস। হারলেও শেষ ষোলো নিশ্চিত হতে পারে নানা সমীকরণে। চোখ রাখতে হবে গ্রুপের অন্য ম্যাচে। তুরস্ক-সুইজারল্যান্ড ম্যাচ ড্র হলে বা সুইসরা জিতলেও সমস্যা হবেনা ওয়েলসের। ধরে রাখতে হবে গোল ব্যবধানে এগিয়ে থাকাটাও। তবে সমীকরণে না গিয়ে ম্যাচটা জিততে চান গ্যারেথ বেল। বলেন, নিসন্দেহে একটা কঠিন লড়াই অপেক্ষা করছে। ইতালি খুব ভালো ফুটবল খেলছে। তবে তার মানে এই নয় যে তাদের দুর্বলতা নেই।  আমরা আমাদের সেরা ফুটবলটাই খেলতে চাই

একই সময় মুখোমুখি হবে তুরস্ক-সুইজারল্যান্ড। জিতলেও নকআউট নিশ্চিত নয় সুইসদের। গোল গড়ে তারা পিছিয়ে ওয়েলসের চেয়ে। তাই অন্য ম্যাচে ইতালির সঙ্গে বিশাল ব্যবধানে হারতে হবে ওয়েলসকে। আগের দু ম্যাচেই হেরেছে তুরস্ক।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন