আর্কাইভ থেকে দেশজুড়ে

পৌষের বৃষ্টিতে ভিজল রাজধানী

বাংলা ক্যালেন্ডার হিসাবে চলছে পৌষ মাস। ঘাসের ডগায় বিন্দু বিন্দু জমে থাকা মুক্তাদানার মত শিশির কণা। প্রকৃতিজুড়ে থাকে শীতের আবহ।

এই আবহের মধ্যে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালটা রাজধানীবাসীর মধ্যে ধরা দিলো ভিন্নভাবে, বৃষ্টিস্নাত হয়ে।

সকাল সোয়া ৬টার পর রাজধানীতে এক পশলা বৃষ্টি হয়েছে। কাচের ওপরে ওয়াইপার চলছিল। একইসঙ্গে হেডলাইটের আলো ছিটকে যাচ্ছিল অন্ধকার আর কুয়াশার দিকে। তাতে শীত বেশি অনুভূত না হলেও ব্যাঘাত ঘটিয়েছে স্বাভাবিক কর্ম। সকালে ঘর থেকে বের হওয়া লোকজনকে মাথা গুজতে হয়েছে নিরাপদ আশ্রয়ে।

বৃষ্টির পরিমাণ যে ভালোই ছিল তার জানান দিয়েছে সড়কের পাশে জমে থাকা পানি।

এর আগে সোমবার সিলেটে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। আর আরো দুইদিন বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে বলেও জানায় সংস্থাটি।

এ সম্পর্কিত আরও পড়ুন