আনকাট সেন্সর পেল ‘লিডার আমিই বাংলাদেশ’
ঢালিউডের অন্যতম তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। শাকিবের হাত ধরেই সিনেমায় এসেছিলেন বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। ঢাকাই সিনেমার সফল এ জুটি পরবর্তী সময়ে বাঁধা পরেন সংসার জীবনেও। নানা নাটকীয়তায় তাদের সেই সংসার জীবনের গল্প একের পর এক শিরোনাম হতে থাকে। এখনো শেষ হয়নি সেই বিতর্ক। যদিও বিচ্ছেদ নিয়ে তারা সরাসরি কিছু বলেননি।
তবে এই বিচ্ছেদ-বিষাদের ঢেউয়ে ভেসেই নতুন একটি সুখবর এলো শাকিব-বুবলীর জীবনে। সম্প্রতি সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়েছে আলোচিত এই জুটি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার।
তিনি বলেন, অ্যাকশন রোমান্স ও সামাজিক সচেতনতাধর্মী সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’ মুক্তির জন্য আনকাট ছাড়পত্র দেয়া হয়েছে। সেই সঙ্গে জুটেছে প্রশংসাও।
হোসেন দিলের গল্প অবলম্বনে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক সৈয়দ আশিক রহমান। ছবিটি নির্মাণ করেছেন তপু খান। আর এই ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন প্রযোজক সৈয়দ আশিক রহমান। তিনি ওই পোস্টে লিখেছেন, সেন্সর পেয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত ষষ্ঠ চলচ্চিত্র ‘লিডার আমিই বাংলাদেশ’।
উল্লেখ্য, ২০২১ সালের ২৫ মে শুরু হয়েছিল সিনেমাটির দৃশ্যধারণ। ওই বছরের ২৬ সেপ্টেম্বর ক্যামেরা ক্লোজ হয়েছিল। মাত্র সাড়ে তিন মাসেই শেষ হয় সিনেমাটির শুটিং। শিগগিরই ‘লিডার-আমিই বাংলাদেশ’ ছবির মুক্তির বিষয়টি জানাবে প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া।