আর্কাইভ থেকে জাতীয়

ডিএমপির সাত দফা নিরাপত্তা নির্দেশনা

মেট্রোরেলের নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সাত ধরনের নিরাপত্তা নির্দেশনা দিয়েছে। আজ বুধবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত মেট্রোরেল রুটের নিচের সড়কে যান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ডিএমপি।

নগরের যানজট ও যাত্রী চলাচলের সুবিধার্থে উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচলের উদ্বোধন আজ। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম যাত্রী হিসেবে রেলে ভ্রমণ করবেন।

নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল সংশ্নিষ্ট এলাকার উচ্চ ভবনের ছাদে অবস্থান না করতে নির্দেশনা দিয়েছে ডিএমপি। এ সময় আশপাশের দোকানপাট, রেস্টুরেন্ট ও ব্যাংকের এটিএম বুথ বন্ধ রাখার নির্দেশনাও দেয়া হয়েছে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এই মেট্রোরেলের শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনের সময় সার্বিক সহযোগিতা, পুলিশি নিরাপত্তা দেয়া সবকিছু নিশ্চিত করাই আমাদের মূল দায়িত্ব এবং কর্তব্য।’

এ সম্পর্কিত আরও পড়ুন