আর্কাইভ থেকে আওয়ামী লীগ

মেট্রোরেল উপলক্ষে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

মেট্রোরেল চালু উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করবে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এ আনন্দ শোভাযাত্রা শুরু হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে রাজু ভাষ্কর্যের পাদদেশে এসে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে নেতাকর্মীরা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অনন্য উচ্চতায় পৌঁছে যাবে দেশ।

বুধবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের অন্তর্গত প্রতিটি ইউনিটকে সুবিধাজনক সময়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করার নির্দেশ দেয়া হচ্ছে।

ছাত্রলীগ জানায়, কাঙ্ক্ষিত মেট্রোরেলের যাত্রা নগরীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনবে, মানুষের মূল্যবান সময় সাশ্রয় হবে, জ্বালানি তেল ও গ্যাসের ব্যবহার কমে যাওয়ায় পরিবেশ দূষণ হ্রাস পাবে, শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারবে, যাতায়াতে সময় কম ব্যয় হওয়ায় তরুণরা পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চা ও সৃষ্টিশীল কর্মকাণ্ড পরিচালনায় অধিক সময় পাবে, মানসিকভাবে উৎফুল্ল থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন