কম্বোডিয়ায় ক্যাসিনোতে আগুন, নিহত ১০ জন
কম্বোডিয়ার সীমান্তবর্তী শহর পোয়েপেটে একটি হোটেল-ক্যাসিনোতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
বুধবার (২৮ ডিসেম্বর) রাতে সীমান্ত শহর পোয়েপেটের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল-ক্যাসিনোতে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে। দেশটির পুলিশ জানায়, এ সময় চারশর মতো মানুষ ছিলেন ওই হোটেল ভবনটিতে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ভয়াবহ আগুন থেকে বাঁচতে লাফ দিচ্ছেন অনেকে।
আগুন লাগার কারণ জানতে এখনও কাজ করছে কর্তৃপক্ষ। এদিকে, থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে থাইল্যান্ডের সা কাইও প্রদেশের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পোয়েপেট হচ্ছে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট। এটি ক্যাসিনোর জন্য জনপ্রিয় শহরও। অনেক থাই নাগরিক সেখানকার ক্যাসিনোতে যান, কারণ থাইল্যান্ডে অধিকাংশ জুয়া খেলা অবৈধ।