সাভারে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে
সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ।
বৃহস্পতিবার (২৯শে ডিসসম্বর) সকাল থেকে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি ব্যাপক হারে দেখা গেছে। প্রথম বারের মত এ উপ-নির্বাচনে ইভিএমএ ভোট অনুষ্ঠিত হচ্ছে।
যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো ইয়ারপুর ইউনিয়নে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্র গুলোতে টহল দিচ্ছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এদিকে উপনির্বাচন উপলক্ষে সকালে আশুলিয়ার জামগড়া বটতলার ভোট কেন্দ্র গফুর মন্ডল স্কুলের পাশে নৌকার সমর্থক জয়নাল আবেদীন মিয়ার বাড়িতে হামলা চালায় একদল মুখোশধারী সন্ত্রাসী।
এসময় বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।এঘটনায় কেউ হতাহত না হলেও এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য।
এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোল্ল্যা মোশারফ হোসেন মুসাসহ সাত জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।