এক সপ্তাহে করোনা আক্রান্ত কমেছে ১৭ শতাংশ
বিশ্বে টানা চার সপ্তাহ ধরে করোনায় আক্রান্ত কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গেল সপ্তাহে ৩১ লাখ শনাক্ত হয়েছে যা তার আগের সপ্তাহের তুলনায় ১৭ শতাংশ কম। অক্টোবরের পর গেল সপ্তাহেই সবচেয়ে কম শনাক্ত হয়েছে বলে জানায় ডব্লিউএইচও।
যুক্তরাষ্ট্রে গেল সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় কম শনাক্ত হয় ১৯ শতাংশ। বিশ্বের সব দেশ ও অঞ্চলের মধ্যে এক সপ্তাহের ব্যবধানে আফ্রিকায় শনাক্ত সবচেয়ে বেশি কমেছে। ব্রিটেনে, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের করোনার নতুন ধরনসহ যুক্তরাষ্ট্রে অন্তত ৯শ’ ৪৪টি ধরন পাওয়া গেছে। এ তথ্য দিয়েছে মার্কিন রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি।
এদিকে, ফ্রান্সে করোনা ঠেকাতে এক জুন পর্যন্ত বিধি নিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। আর প্রথম ইউরোপীয় দেশ হিসেবে আগামী সপ্তাহ থেকে রাশিয়ার স্পুটনিক ফাইভ ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে হাঙ্গেরি।
এসএন