৯ ঘণ্টা পর নৌ-পথের ফেরি চলাচল শুরু
পদ্মা নদীতে দীর্ঘ ৯ ঘণ্টা পর কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পাটুরিয়া-আরিচা নৌ-পথের ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ।
তিনি বলেন, ঘাট এলাকায় কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। যানবাহনগুলো সারিবদ্ধভাবে ১৬ ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। আসা করছি ২ ঘণ্টার মধ্যেই ঘাট এলাকা স্বাভাবিক হয়ে যাবে।
মাঝ পদ্মায় আটকা পরা ফেরিগুলোও ঘাটে নোঙর করেছে বলেও জানান তিনি।