আর্কাইভ থেকে আইন-বিচার

ব্যক্তির গোপনীয়তা সংরক্ষণে পদক্ষেপ জানতে চেয়ে আইনি নোটিশ

ফোনালাপে আড়ি পাতা প্রতিরোধে আইনানুগ কি ব্যবস্থা নিয়েছেন তা জানতে চেয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে আইনজীবী শিশির মনির এ নোটিশ পাঠান। এতে সাত দিনের মধ্যে কি কি ব্যবস্থা নিয়েছেন তা জানাতে অনুরোধ করা হয়েছে।

এতে বলা হয়, ২০০১ সালের বিটিআরসি আইনের ৩০ (চ) ধারা অনুসারে টেলিযোগাযোগের একান্ততা রক্ষার বিষয়টি নিশ্চিত করা কমিশনের দায়িত্ব। সংবিধানের ৪৩ অনুচ্ছেদে চিঠিপত্র ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা সংরক্ষণ নাগরিকের মৌলিক অধিকার। অথচ এ ধরনের ফোনালাপ ফাঁসের ঘটনা প্রতিনিয়তই ঘটছে। আইন অনুযায়ী প্রতিটি নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করা হলো কমিশনের দায়িত্ব।

নোটিশে আরও বলা হয়, কোন নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা সংরক্ষণে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও সেবা প্রদানকারী কোম্পানিগুলোর দায়িত্ব সর্বাধিক। তারা আইনের বিধান লঙ্ঘন করে ব্যক্তিগত যোগাযোগের তথ্য প্রদান করতে পারে না।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন