আর্কাইভ থেকে বাংলাদেশ

বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ১১৫ পুলিশ কর্মকর্তা

২০২২ সালে ভালোকাজের স্বীকৃতি হিসেবে ১১৫ পুলিশ কর্মকর্তা বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পদক পাচ্ছেন।

আজ রোববার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১৫ জন পুলিশ সদস্যকে 'বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)', ২৫ জনকে 'রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)' এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জন পুলিশ সদস্যকে 'বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা' এবং ৫০ জনকে 'রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা' প্রদান করা হলো।

তালিকা দেখতে ক্লিক

এ সম্পর্কিত আরও পড়ুন