আর্কাইভ থেকে ক্রিকেট

সিদ্ধান্ত ছাড়াই শেষ লিগ কমিটির সভা, সিদ্ধান্ত বুধবার

মোহামেডানের ১২ ফুটবলার আর ঢাকার আশে পাশের জেলাগুলোতে লকডাউন ঘোষনায় অনিশ্চতায় পেশাদার লিগ। জরুরী সভা ডাকলেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি চেয়ারম্যান সালাম মুর্শেদী। করোনা আক্রান্ত মোহামেডানের কোন প্রতিনিধি ছিলেন না সভায়। তাই সাদা কালো ছাপিয়ে সভার আলোচ্য বিষয় ভেন্যু। ঢাকার ফিজিক্যাল কলেজসহ রেসিডিয়েন্টশিয়াল মডেল কলেজ মাঠেও নজর বাফুফের।
 
ঐতিহ্যবাহীদের ঘুরে দাড়ানোর পথে করোনা বাধা। মোহামেডানের ১২ ফুটবলার করোনা আক্রান্ত। যার মধ্যে ৩ জন গোলরক্ষক। কোভিড থাবায় বাদ পরেননি হেড কোচ শন লেনও।

আপাতত স্কোয়াডের বাকী ফুটবলাররা ক্লাব প্রাঙ্গনেই নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত। কঠোর অবস্থানে বাফুফে, সূচি অনুযায়ী শুক্রবার আবাহনীর বিপক্ষে ঐতিহ্যের লড়াইয়ে মাঠে নামার কথা সাদা-কালোদের।

কেননা কোভিড প্রটোকল বলছে একজন গোলরক্ষকসহ অন্তত ১৩ জন ফুটবলার স্কোয়াডে থাকলেই খেলতে হবে ম্যাচ।

তবে লিগ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে ঢাকার পার্শ্ববর্তী জেলায় লকডাউনের ঘোষনা। জরুরী সভায় বসে পেশাদার লিগ কমিটি। কিন্তু প্রায় দুই ঘন্টার সভায় সিদ্ধান্ত আসেনি।

বুধবার মুলতবি সভায় বসবে লিগ কমিটি। তার আগে ফেডারেশনের চোখ নতুন ভেন্যুতে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সাথে বিশেষ ব্যবস্থায় গাজীপুর ও কুমিল্লায় ভেন্যু রাখতে চায় লিগ কমিটি।

নতুন ভেন্যু যোগ হলে ২ থেকে ৩ দিন পেছাতে পারে পেশাদার লিগ। তা না হলে বঙ্গবন্ধু স্টেডিয়ামই ভরসার নাম।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন