আর্কাইভ থেকে ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া

করোনাভাইরাসের কারণে ২০২০ সালের জুনে টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে যায়। এবার নিজেদের প্রয়োজনে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে টেস্ট সিরিজ নয়, বাংলাদেশের বিপক্ষে শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা।

নভেম্বরে অনুষ্ঠিতব্য ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিয়ে বাংলাদেশ সফরে আসবে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান এবিসি রেডিওকে এ তথ্য নিশ্চিত করেছেন অষ্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। 

সাদারল্যান্ড জানিয়েছেন, গত বছর ইংল্যান্ড বাংলাদেশে এসে দারুণ সিকিউরিটি পাওয়ায় নিরাপত্তা নিয়ে এখন আর শংকায় নেই ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের সাথে খেলতে রাজি অজিরা।

এদিকে নির্ধারিত সূচি অনুসারে একই সময়ে বাংলাদেশ সফরে থাকবে ইংল্যান্ড ক্রিকেট দল। ফলে বিশ্বকাপের ঠিক আগে দুই দেশকে (ইংল্যান্ড-অস্ট্রেলিয়া) নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথাও বলছে ক্রিকইনফো। যদিও এখনো কোন বোর্ড থেকে এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সেটিও স্থগিত হয়। তবে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সূচি অনুযায়ী ভারতে অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজ না খেললেও মূলত ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া।

এর আগে ২০১৫ সালে উগ্রবাদী হামলার শঙ্কা দেখিয়ে সিরিজ বাতিল করে অস্ট্রেলিয়া। ২০১৬ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অজিরা। শেষবার ২০১৭ সালে বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

এদিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে গত বছর বাংলাদেশে আসার কথা ছিল অজি ও কিউইদের। কোভিডের কারণে স্থগিত হয়ে যায় দুটি সিরিজই। অস্ট্রেলিয়া পরে বলেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে ২০ ওভারের ম্যাচের সিরিজ খেলে কিছুটা পুষিয়ে দেয়ার চেষ্টা করবে তারা। সেটিই এখন বাস্তব রূপ পেতে যাচ্ছে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত মাত্র চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। পঞ্চমটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন