আর্কাইভ থেকে জাতীয়

২০২৩ সালে আরও অর্থনৈতিক সংকট দেখবে বিশ্ববাসী

গেলো বছরের তুলনায় এবছর অর্থনৈতিক সংকট আরও প্রকোট হবে। ফলে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করতে পারে। অর্থনৈতিক মন্দা নিয়ে সতর্কতা জারি করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতির চাকা ধীর হওয়ায় গেল বছরের তুলনায় ২০২৩ সাল আরও কঠিন হতে যাচ্ছে।

ইউক্রেন যুদ্ধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, উচ্চ সুদহার ও চীনে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ চাপ সৃষ্টি হয়েছে। ফলে আইএমএফ এমন ধারণা করছে।

জর্জিয়েভা বলেন, আমাদের ধারণা, বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দায় পড়বে। এমনকী যেসব দেশ মন্দায় পড়বে না, সেখানেও কোটি কোটি মানুষ মন্দা অনুভব করবে।

ইউক্রেইনে যুদ্ধ এবং মূল্যবৃদ্ধির ধাক্কা সামাল দিতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে দেয়ায় অক্টোবরে আইএমএফ ২০২৩-এ আগের পূর্বাভাসের তুলনায় বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হবে বলে ইঙ্গিত দিয়েছিল।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক জর্জিয়েভা ২০২৩ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের শুরুটা কঠিন হবে বলেও সতর্ক করেছেন।

আন্তর্জাতিক সংগঠন আইএমএফের সদস্য দেশের সংখ্যা ১৯০। এরা সবাই মিলে বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল রাখতে কাজ করে। আইএমএফের অন্যতম প্রধান কাজ হচ্ছে অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে আগেভাগে সতর্ক করা।

সূত্রঃ আল জাজিরা

এ সম্পর্কিত আরও পড়ুন