আর্কাইভ থেকে ক্রিকেট

২০০ টাকায় দেখা যাবে বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াচ্ছে আগামী শুক্রবার তথা ৬ জানুয়ারি থেকে। আসরকে সামনে রেখে এরই মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি দলগুলো।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকার প্রথম পর্বের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ১৫০০ টাকা আর সর্বনিম্ন ২০০ টাকা।

বুধবার থেকে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নং গেট সংলগ্ন টিকিট বুথ থেকে টিকিট কেনা যাবে। সকাল ৯.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে। গ্যালারির টিকিটের মূল্য ২০০ ও ৩০০ টাকা। ক্লাব হাউস ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১০০০ টাকা। আর গ্রান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য ১৫০০ টাকা।

আগামী ৬ জানুয়ারি উদ্বোধনী দিনে দুপুর ২.১৫ মিনিটে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট সিক্সার্স। আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭.১৫ মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

এ সম্পর্কিত আরও পড়ুন