আর্কাইভ থেকে জাতীয়

মেশিন কখনো বেইমানি করে না : ইসি হাবিব

মেশিন কখনো বেইমানি করে না। তাই ইভিএমের ওপর জনগণের আস্থা অর্জন করতে হবে। ভোটারদের আস্থা অর্জনে আমরা অনেক এগিয়ে গেছি। বললেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) খুলনা নগরীর আভা সেন্টারে ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা জানান।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সুন্দর করতে হলে প্রশাসন, পুলিশ, জনগণ ও রাজনৈতিক দলসহ সবার ঐক্য প্রয়োজন। এককভাবে কারও পক্ষেই নির্বাচন সুন্দর করা সম্ভব নয়। বলে জানিয়েছেন

ইসি হাবিব বলেন, তিনি আরও বলেন, এ কাজের জন্য আমরা তৃনমূল পর্যায়ে ভোটার এডুকেশন দেবো।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন- নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ আরও অনেকে।

এ সম্পর্কিত আরও পড়ুন