আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার চারটি পদক্ষেপ নিতে যাচ্ছেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবার যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা রোধে চারটি পদক্ষেপ নিতে যাচ্ছেন । এগুলো হচ্ছে- আগ্নেয়াস্ত্রের প্রবাহ কমানো, এডভান্সড কমিউনিটি পুলিশিং, প্রমাণসহ কমিউনিটি সহিংসতায় হস্তক্ষেপ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো।

 আজ নিজের ভেরিফায়েড টুইটারে এসব লিখেছেন বাইডেন। 

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে প্রাণ হারাচ্ছেন নিরপরাধ মানুষ। ২০২১ সালের শুরু থেকে এখন পর্যন্ত আড়াইশোর অধিক বন্দুক হামলা হয়েছে। যা দেশটির ইতিহাসে রেকর্ড। আর এসব হামলায় নিহত হয়েছেন ৮ হাজারের অধিক মানুষ। দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, যুক্তরাষ্ট্রে ২০২০ সাল ছিল বিগত দুই দশকের মধ্যে অস্ত্র সহিংসতার দিক দিয়ে সবচেয়ে মারাত্মক বছর। আর ২০২১ সাল এখন পর্যন্ত ভয়াবহ। যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন