আর্কাইভ থেকে দেশজুড়ে

দিনাজপুরে রেকর্ড ৪৮৩ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮৩ জন। জেলায় এই প্রথম একসঙ্গে এতজনের করোনা শনাক্ত হলো। এর আগে গত ১৭ জুন জেলায় ২৭৫ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয় যা ছিল তখন পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া গেল ২৪ ঘণ্টায় দিনাজপুর সদর উপজেলায় তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট ১৫৮ জনের মৃত্যু হলো। আর করোনা উপসর্গ নিয়ে চলতি মাসে ২৬ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ-উল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলায় ১ হাজার দুই জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৮৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। সে হিসেবে আক্রান্তের হার ৪৮ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৩১৩, হাকিমপুরে ৪৮, বিরামপুরে ৪২, বোচাগঞ্জে ২০, পার্বতীপুরে ১৬, বীরগঞ্জে ১০, নবাবগঞ্জে ১০, চিরিরবন্দরে নয়, ফুলবাড়ীতে সাত, বিরলে পাঁচ, খানসামায় দুই ও কাহারোল উপজেলায় এক জন রয়েছেন।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন