গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৫
ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন- মো. মনজুরুল ইসলাম (৩৫), মোছা. জোসনা বেগম (২৫), মোছা. সাদিয়া আক্তার (১৯), মোছা. হোসনে আরা হোসনা (২০) ও মরিয়ম (২)।
শনিবার (০৭ জানুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় সকাল ৯টার দিকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ধামরাই থেকে সকালের দিকে শিশুসহ ৫ জন দগ্ধ হয়ে এসেছে। এদের মধ্যে মনজুরুল ইসলামের শরীরের ৩৩ শতাংশ দগ্ধ হয়েছে। তার স্ত্রী জোসনা বেগমের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন।
জানা গেছে, মনজুরুল একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। সকালে তার স্ত্রী জোসনা আক্তার রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। আগুন ছড়িয়ে পড়লে পাঁচজন দগ্ধ হয়।
দগ্ধ শিশু মরিয়ম মনজুরুল-জোসনার মেয়ে। আর বাকি দুজনের একজন মনজুরুলের ভাতিজি ও অন্যজন জোসনার বোন।