আর্কাইভ থেকে বাংলাদেশ

কুয়াশা কমায় ফেরি চলাচল স্বাভাবিক

পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ কিছুটা কমে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় যানবাহন বোঝাই তিনটি ফেরি আটকে পড়ে। এ সময় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের (বাণিজ্য) শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ খালেদ নেওয়াজ জানান, পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ কিছুটা হালকা হওয়ার পর ওই নৌরুটে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে ছোট-বড় মিলে ১১টি ফেরি চলাচল করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন