আর্কাইভ থেকে দেশজুড়ে

এক বিয়েতে ৬০ বর!

বিয়ে একজনের। তবে কনের বাড়িতে ৬০ জন বর এসে হাজির।শুনতে অবাক লাগলেও এমন ঘটনার সাক্ষী এবার মুন্সিগঞ্জবাসী। ভিন্ন রকম এক বিয়েতে সামিল হয়ে উল্লাসিত সবাই। বিয়েকে আনন্দমুখর আর স্মরণীয় করতে এমন আয়োজন বরের বন্ধুদের।

শুক্রবার (৬ জানুয়ারি) মুন্সিগঞ্জ সদরের ধলাগাঁও এলাকায় ঘটে এমন ঘটনা। জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকার তারেক আজিজ রাজনের সাথে স্থানীয় আমেনা আক্তার স্বর্ণালির বিয়েকে স্মরণীয় করতে এমন কাণ্ড ঘটিয়েছে বরের বন্ধুরা।

বরযাত্রীর বাইকের বহরে সবাই পড়েছে শেরওয়ানি-পাগড়ি। বর সেজে একসাথে ৬০ জন হাজির কনে বাড়িতে। গেট আটকে বিপাকে কনে পক্ষ। কে আসল বর নেই বুঝার উপায়। আমার বিয়ে, আমার বিয়ে স্লোগান সবার।

এতো বরের উপস্থিতি ঘিরে দিনভর উল্লাসিত বিয়েবাড়ি। এক বরযাত্রীতে এতো বর দেখে অবাক কনে বাড়ির লোকজনসহ আগত অতিথিরা।

এ বিয়ে নিয়ে বরের বন্ধু শরীফ ঢালী বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিলো বরবেশে বন্ধুরা কনের বাড়িতে যাবো। তাই প্রায় ৬০ জন বন্ধু সেরোয়ানি পড়েছিলাম। দেখতে চেয়েছিলাম কনের বাড়ির লোকজন আসল বরকে খুঁজে বের করতে পারে কিনা। আমরা কনের পৌঁছেই বিয়েতে সাঁজানো গেটেই ঘোষণা দিয়েছিলাম যে, আমাদের মধ্য থেকে আসল বরকে খুঁজে বের করতে পারলে ৫০ হাজার পুরস্কার দিবো।

তিনি আরও বলেন, কনের লোকজন আসল বরকে খুঁজে পায়নি। পরেই আসল বরকে বের করে দিয়েছি। তাই কনে পক্ষ পুরস্কার জিতে নিতে পারেনি। বন্ধু জার্মান প্রবাসী বর তারিক আজিজ আমাদের সকলের জন্য ওই সেরোয়ানী কিনে দিয়েছেন।

বিকেল সাড়ে ৪টার দিকে বরসহ সেরোয়ানি পরিহিত সকলকে আপ্যায়ন করা হয়। সবশেষে সন্ধ্যার দিকে বর তারিক আজিজ ও কনে আমেনা আক্তারের মধ্যে বিয়ে সম্পন্ন হয়।

ভিন্নরকম অভিজ্ঞতায় বিয়ের আয়োজনে সামিলদের আনন্দের মাত্রা ছিল বহুগুণ। নতুন জীবনে সবার কাছে দোয়া চেয়েছেন নব দম্পতি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন