আর্কাইভ থেকে বাংলাদেশ

কুয়াশা কেটেছে, নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর এর চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।

শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় উভয় ঘাটেই শতাধিক যানবাহন আটকা পড়ে। কনকনে শীতে যাত্রী ও যানবাহনের চালকদের ভোগান্তিতে পড়তে হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার ঘনত্ব বে‌ড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়া‌তে ফে‌রি চলাচল বন্ধ রাখা হ‌য়ে‌ছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১১টি ফে‌রি চলাচল কর‌ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন