আর্কাইভ থেকে এশিয়া

আফগানিস্তানে ১৩০ তালেবানের আত্মসমর্পণ

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে বিপুল পরিমাণ অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে ১৩০ জন তালেবান সদস্য। গতকাল বৃহস্পতিবার হেরাত প্রদেশে নিরাপত্তা বাহিনীর কাছে এসব অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে তারা। এসব তথ্য নিশ্চিত করেছে হেরাত প্রদেশের স্থানীয় সরকার।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, দেশটির জাতীয় গোয়েন্দা এজেন্সির মূখপাত্র জিলানি ফরহাদ জানান, সাবেক সশস্ত্র বিদ্রোহীরা জাতীয় ডিরেক্টরেট অব সোসাইটি এনডিএসের প্রাদেশিক ডিরেক্টরের কাছে আত্মসমর্পণ করেছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্রও জমা দেয় তারা। অস্ত্রগুলোর মধ্যে ৮৫টি একে-ফরটি সেভেন, পিকে বন্দুক, শক্তিশালী গ্রেনেড লঞ্চারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে।

স্বাভাবিক জীবনে ফেরায় তাদের সাধুবাদ জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শান্তি প্রক্রিয়ায় যোগ দিয়েছে সশস্ত্র এসব বিদ্রোহী। এতে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

তালেবান সদস্যরা জানায়, আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের ফলস্বরূপ তাদের এই আত্মসমর্পণ। আর কোন যুদ্ধ কিংবা রক্তপাত চায় না তারা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন