আর্কাইভ থেকে স্বাস্থ্য

মেডিকেলে ‘ক্যারি অন’ বহাল, ‘সিজিপিএ’ বাতিল

মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরীক্ষা ব্যবস্থায় নতুন করে প্রণীত ‘সিজিপিএ’ পদ্ধতি বাতিল করে পুরনো ‘ক্যারি অন’ পদ্ধতি বহালের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘মেডিকেল শিক্ষার্থীরা ‘ক্যারি অন’ পদ্ধতি বহালের দাবিতে আন্দোলন করে আসছিল। বিএমডিসির সভায় সর্ব সম্মতিক্রমে এটি বহালের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে শিগগিরই বিজ্ঞপ্তি জারি করা হবে।’

তিনি আরও বলেন, ‘দুই একদিনের মধ্যে আমরা সকল মেডিকেল কলেজগুলোতে লিখিত নির্দেশনা পাঠাব। নির্দেশনা পাওয়া মাত্রই এটি কার্যকর শুরু হবে।’

উল্লেখ্য, দেশের সব মেডিকেল কলেজে সিজিপিএ পদ্ধতি বাতিল এবং ক্যারি অন পদ্ধতি বহাল রাখার দাবিতে গত রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ওই দিন একই দাবিতে বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেনের কাছে স্মারকলিপি জমা দেন তারা। পরে তিনি আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন