আর্কাইভ থেকে জাতীয়

এপ্রিলে হতে পারে প্রধানমন্ত্রীর জাপান সফর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থগিত জাপান সফর আগামী এপ্রিলে হতে পারে। জানিয়েছেন প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক (স্পিচ রাইটার) এম নজরুল ইসলাম।

বুধবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এম নজরুল ইসলাম বলেন, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্চ অথবা এপ্রিলে জাপান সফরের প্রস্তাব দেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল।

সূত্র : বাসস

 

এ সম্পর্কিত আরও পড়ুন