আর্কাইভ থেকে ক্রিকেট

ম্যাশকে বিসিবির সভাপতি হিসেবে দেখতে চান তার বাবা

যেন এক পরশ পাথর, বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যেখানেই হাত দেন সেখানেই সোনা ফলে যায়।

আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। বয়সটাও কম হয়নি। অথচ মাঠে নেমে খেলছেন ২৮ বছর বয়সী এক যুবকের মতো। চলমান বিপিএলে মাশরাফির অধিনায়কত্বে চার ম্যাচ খেলে চারটি জিতেছে সিলেট স্ট্রাইকার্স।

কিন্তু ম্যাশের বাবা এবারের বিপিলের মধ্য দিয়েই ক্যারিয়ারের ইতি দেখছেন ছেলের। বিসিবির সভাপতি হিসেবেই মাশরাফিকে দেখতে চান বাবা গোলাম মর্তুজা।

গতকাল মঙ্গলবার ঢাকা ডমিনেটরসের বিপক্ষে জয়ের পর গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা চাই সে যেটা ভালো জানে, ভালো বোঝে সেটা নিয়ে কাজ করুক। আমি জোরালোভাবে বলতে পারি বিসিবিতে কাজ করলে সে অনেক ভালো করতে পারবে।

মাশরাফি আরও খেলবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার পায়ের যে অবস্থা এই পা নিয়ে আর ক্রিকেট খেলা সম্ভব নয়। আঘাতপ্রাপ্ত পা নিয়ে মাঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে বল করছে। আমি মনে করি এই বিপিএলে তার ক্যারিয়ার শেষ হওয়া উচিত। কারণ তার একটা বয়স হয়েছে।

আরও পড়ুন : মিথ্যা প্রতিবেদেন চটেছেন মাশরাফি,জানালেন তীব্র প্রতিবাদ

এ সম্পর্কিত আরও পড়ুন