গাইবান্ধায় চারদিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু
গাইবান্ধা থিয়েটারের ৩৫ বছর পূর্তি উপলক্ষে চারদিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।
আজ বুধবার (১১ জানুয়ারি) বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমন্ডলীর সদস্য আসাদুল্লাহ ফারাজীপায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন ।
দুপুর ১২টায় ইসলামিয়া হাইস্কুল মাঠে পাতাখেলা, বিকাল ৪টায় কানন থিয়েটারের নাটক বউ এবং গাইবান্ধা থিয়েটার ও নন্দন থিয়েটারের নাটক গাঁও গ্যারামের কিচ্ছা, সন্ধ্যায় আলোচনা, কুড়িগ্রামের কৃপা সিন্ধু ও তার দলের কৃশান পালা- বনবাসে সীতা অনুষ্ঠিত হয়।
এছাড়া ১২ জানুয়ারি পৌর শহীদ মিনার চত্বরে সন্ধ্যে ৫টায় আলোচনা, রংপুর থিয়েটার ফোর্সের নাটক- যুদ্ধ সে আর নয়, গাইবান্ধা অন্তরঙ্গ থিয়েটারের নাটক- ঈশ্বরের সন্তান নয়, অভিশাপ এবং সুন্দরগঞ্জ নাছিমা পুতুল নাচের- পুতুল নাচ। ১৩ জানুয়ারী শুক্রবার সন্ধ্যে ৫টায় পৌর শহীদ মিনার চত্বরে রংপুর প্রতিবন্ধী সঙ্গীত অঙ্গনের দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের গান, লালমনিরহাট কাশিয়াবাড়ি দুর্গাপুরের যাত্রাপালা- সাগর ভাসা। ১৪ জানুয়ারী শনিবার সন্ধ্যে ৬টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক জহুরুল কাইয়ুম এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সেলিম আল দীনের গান পরিবেশিত হবে।