আর্কাইভ থেকে বলিউড

রাখি এখন ফতিমা!

বলিউডের বিতর্কের আরেক নাম রাখি সাওয়ান্ত। সম্প্রতি ক্যানসার আক্রান্ত মায়ের জন্য হাপুস নয়নে কেঁদে সকলকে প্রার্থনা করার অনুরোধ করেন তিনি। তার ঠিক দু’দিনের মাথাতেই পাওয়া গেল রাখির বিয়ের খবর। দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছেন রাখি। এর আগে রীতেশ সিংহ নামক এক ব্যক্তিকে বিয়ে করেন। সেই বিয়েটা লুকিয়েই সেরে ফেলেছিলেন তিনি। দীর্ঘ সময় কেটে গেলেও বরকে প্রকাশ্যে আনেননি। এবারও অন্যথা হয়নি, লুকিয়ে বিয়ে করলেন রাখি।

গুঞ্জন বলছে, গোপনে আদিলের সঙ্গে রাখি বিয়ে করে ফেলেছেন। ইতিমধ্যেই এই কনট্রোভার্সি কুইনের বিয়ের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘদিনের প্রেমিক আদিল খান দুরানিকেই বিয়ে করেছেন তিনি। এলাহি আয়োজন নয়, একেবারে সাদামাটা ভাবেই বিয়ে সারলেন রাখি।

রাখি

রাখি-আদিলের বিয়ের ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, রেজিস্ট্রির কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দুজনে। গলায় পরা বরমালা। আরও একটি ছবি ছড়িয়েছে। যেখানে রাখি পরে আছেন লাল রঙের সালোয়ার। রেজিস্ট্রির কাগজে সাইন করছেন। আর দেখতে পাওয়া তারিখ অনুয়ায়ী ২০২২ সালের ২ জুলাই হয়ে গিয়েছে বিয়েটা। যা এতদিন সকলের থেকে তারা গোপন রেখেছিলেন। যদিও এই ছবি রাখির প্রোফাইল থেকে শেয়ার করা হয়নি। আর এই বিয়ে নিয়ে রাখির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে সবথেকে আকর্ষণীয় বিষয় হলো অভিনেত্রী নাকি নিজের নামও পরিবর্তন করে ফেলেছেন। আদিলের সঙ্গে বিয়ের পরই নাকি নিজের নাম পরিবর্তন করেছেন রাখি। বিয়ের রেজিস্ট্রির কাগজ অনুসারে, রাখি এখন ‘রাখি সাওয়ান্ত ফতিমা’।

 

View this post on Instagram
 

A post shared by Telly Talk (@tellytalkindia)

এর আগে, বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ান্ত নিজেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছিলেন প্রেমিকের নাম আদিল খান ডুরানি। তবে শুধু প্রেমিকের নামই নয়, প্রেমিককে পাশে নিয়ে ভিডিও এবং ছবিও আপলোড করলেন রাখি। আর সেখানেই তিনি জানিয়ে ছিলেন এই নতুন প্রেমের কথা।

গত সপ্তাহে বিগ বস মারাঠির ঘর থেকে বেরিয়ে আসেন রাখি। ফাইনাল পর্যন্ত পৌঁছালেও এবারেও ট্রফি অধরাই রয়ে গিয়েছে তার। এরপর চলতি সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে রাখি দিয়েছিলেন তার মায়ের অসুস্থতার খবর। জানিয়েছিলেন, ‘মা ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। আমরা এইমাত্র জানতে পেরেছি যে মাথায় টিউমারও আছে।’

এর আগে সালমন খানের বিগ বস ১৫-এর ঘর থেকে বেরিয়ে রিতেশের সঙ্গে বিয়ে করেছিলেন রাখি। যদিও সেই বিয়ে বেশিদিন টেকেনি। তিক্ত বিচ্ছেদ হয়েছিল প্রাক্তন দম্পতির। এরপর বয়সে ছোট আদিলের প্রেমে পড়েন রাখি। আপাতত সোশ্যাল মিডিয়ায় নতুন জীবনের শুভেচ্ছায় ভাসছেন রাখি এবং আদিল। জুটির আগামীর জন্য অনেক শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

এ সম্পর্কিত আরও পড়ুন