আর্কাইভ থেকে অপরাধ

ইসলামী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ

কেলেঙ্কারি পিছু ছাড়ছে না ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের। সই জাল করে গ্রাহকের জমানো অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে কর্মকর্তাদের বিরুদ্ধে। ফেরত দেয়ার অজুহাতে হয়েছে হয়রানি।

২০০৬ সালে ইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখায় ১০ বছর মেয়াদি এমএসএস হিসাব খোলেন জাপান প্রবাসী জাকারিয়া আহমেদ। যার মেয়াদ পূর্ণ হয় ২০১৬ সালের অক্টোবরে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে জানতে পারেন ১৯ লাখ ৪৩ হাজার টাকা উত্তোলনের পর বন্ধ করা হয়েছে তার হিসাবটি। কে বা কারা টাকা তুলে নিয়েছেন মেলেনি এর হদিসও।

ভুক্তভোগী জাকারিয়া জানান, ‘২০০৬ সালে মাসিক ১০ হাজার টাকা কিস্তিতে আমি এই অ্যাকাউন্ট খুলি। তারপর ২০১৬ সালে এর মেয়াদ পূর্ণ হয়। তবে মেয়াদ পূর্ণ হওয়ার পর কে বা কারা এ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন।’

এদিকে টাকা ফেরত পেতে বাংলাদেশ ব্যাংককেও আবেদন করেন ভুক্তভোগী। তদন্ত শেষে যথাযথ পদক্ষেপের প্রতিশ্রুতি দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক।

ইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখার তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তারা এই জালিয়ারিতর সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।

এ সম্পর্কিত আরও পড়ুন