ছুটির দিনে মেট্রোরেলে বেড়েছে যাত্রীদের চাপ
মেট্রোরেল চালুর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও অন্যান্য দিনের তুলনায় সাপ্তাহিক ছুটির দিন মেট্রোরেলে যাত্রীদের বাড়তি চাপ দেখা গেছে। যদিও বেশির ভাগই ঘুরতে এসেছেন।
আজ শুক্রবার (১৩ জানুয়ারি) মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে সকাল থেকেই যাত্রীরা ভিড় করছেন।
স্টেশনে কর্তব্যরত কর্মকর্তারা জানান, শুক্রবার ও ইজতেমা মিলিয়ে যাত্রীর চাপ বেড়ে গেছে। তবে তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। সাপ্তাহিক ছুটির দিন ও ইজতেমা চলায় মেট্রোরেলে ভিড় করেছেন মানুষ।
এদিকে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হওয়া মেট্রোরেল আগামী ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনেও থামবে এবং সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলবে। তবে গেট খোলা হবে সকাল ৮টায় আর বন্ধ হবে দুপুর ১২টায়।