ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম সামান্য বাড়ানো হয়েছে : তথ্যমন্ত্রী
বিশ্বব্যাপী জ্বালানি তেল ও বিদ্যুতের দাম যেভাবে বেড়েছে আমাদের দেশে সেভাবে বাড়েনি, শুধু ভর্তুকি কমানোর জন্যই বিদ্যুতের দাম সামান্য বাড়ানো হয়েছে। বললেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
আজ শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউজে প্রধানমন্ত্রীর রাজশাহী আগমনের প্রস্তুতি সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসক কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। সে লক্ষ্যে দেশ বিনির্মাণের কাজ চলছে।
এসময় মন্ত্রী বিএনপির আন্দোলন ও গণ অবস্থানের হাঁক ডাক হাঁসে ডিম পাড়ার আগে যে হাঁক ডাক দেয় তার সঙ্গে তুলনা করেন।
পরে মন্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন।