আর্কাইভ থেকে অর্থনীতি

দেশের অর্থনীতিতে ৫০ ভাগ এসএমইর অংশগ্রহণ থাকা জরুরি: বাণিজ্যমন্ত্রী

দেশের অর্থনীতিতে ৫০ ভাগ ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের (এসএমই) অংশগ্রহণ থাকা জরুরি। বললেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও এ ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে ২৫ শতাংশ অবদান রয়েছে এসএমইর। তবে দেশের অর্থনীতিকে জোরদার এবং বিশ্বমানের করতে এর পরিমাণ ৫০ শতাংশের বেশি নিতে হবে।

এসএমই উদ্যোক্তাদের নানা পণ্যে সু-সজ্জিত পণ্য নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসের সামনের রাস্তায় দেশে প্রথমবারের মতো চালু হয়েছে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট। কৃষিপণ্য থেকে শুরু করে এসএমই উদ্যোক্তাদের হাতে তৈরি নান্দনিক পোশাক কিংবা কারু পণ্য বিক্রি হবে এই মার্কেটে। সপ্তাহে দুদিন ১০০ জন উদ্যোক্তা পাবেন নিজেদের পণ্য বিক্রির সুযোগ।

এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিক্রেতারা বলেন, ভোক্তাদের কাছে নিজেরা সরাসরি পণ্য বিতরণের সুযোগ পাচ্ছি। এর মাধ্যমে ক্রেতাতের কাছাকাছি যাওয়া যাবে। এটা এসএমই উদ্যোক্তাদের জন্য উপকারী।

এদিকে ক্রেতারা জানিয়েছেন, ছুটির দিনে কেনাকাটার পাশাপাশি পরিবার নিয়ে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন তারা।

উল্লেখ্য, প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মার্কেট।

এ সম্পর্কিত আরও পড়ুন