আর্কাইভ থেকে দেশজুড়ে

কুষ্টিয়া জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্ত

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৫৭৭ নমুনা পরীক্ষা করে ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪.৬৩ শতাংশ হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৮৫ জন।

শনিবার (২৭ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়ার জেলা প্রশাসকের অফিস।

এ সময়ে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মারা গেছেন ১৮৫ জন। আর এই সময়ে ৪৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ২৮০ জন।

বর্তমানে কুষ্টিয়ায় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৭২০ জন।

জেলাজুড়ে ৭ দিনের চলমান সর্বাত্মক লকডাউনের আজ শেষ দিনেও লকডাউন বাস্তবায়নে সকাল থেকে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন